ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট বাজারের প্রবেশ পথে ৪ কোটি টাকা ব্যয়ে 'আল মাসজিদু বাইতুন নুর কমপ্লেক্সে'র নির্মান কাজ শুরু হয়েছে। ২৪ এপ্রিল (শনিবার) সকাল ১১ ঘটিকায় নির্মান কাজ উদ্বোধন করেন আজিজুল হক (খাজুরিয়া দরবেশ)। উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সিনিয়র সভাপতি এডভোকেট রবিউল হক, সাধারণ সম্পাদক আবুল হাশেম চেয়ারম্যান, রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম মজুমদার, গিয়াস উদ্দিন মানিক, কামাল হোসেন, ডাক্তার নুর নবী, মাষ্টার শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সুমন, নাজিম উদ্দিন লিটন প্রমুখ। গিয়াস উদ্দিন মানিক জানান, আল মাসজিদু বাইতুন নুর কমপ্লেক্সটি প্রাথমিক অবস্থায় ৪ তলা বিশিষ্ট হবে। নিচ তলায় ৬টি দোকান হবে গোসল খানা, অযু খানা হবে। ২য় ও ৩য় তলা নামাজের জন্য এবং ৪ তলায় হেফজ খানা হবে। এই মসজিদে সার্বক্ষণিক নামায আদায় করার , টয়লেট, গোসল, অযু করার সুব্যবস্থা থাকবে তার পাশাপাশি গরীব,দুঃস্থ,ও অসহায়দের দাফন ও গোসলের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তিনি আরো জানান, এই মসজিদের উদ্যোগে দুঃস্থ স্বাবলম্বী করণ কর্মসূচি ও ইসলামি সাহিত্য চর্চার সুব্যবস্থা রয়েছে। আশা করি বিত্তবান শ্রেণীর মানুষরা আমাদের এই মহৎ কাজ সহযোগিতা করবেন।