পেয়ার আহাম্মদ চৌধুরীঃ- ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নুরুল আলমের বসতঘর পুড়ে ছাঁই হয়েছে। অক্ষত রইলো পবিত্র কুরআন শরীফের অক্ষরগুলো। শনিবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আলমের রান্নাঘর থেকে হঠাৎ অগ্নিসংযোগ ঘটে মুহুর্তের মধ্যে পুরো ঘরে দাউদাউ করে আগুন জ্বলে এক নিমিষেই শেষ হয়ে গেল বসতঘর, আসবাবপত্র, মোটরসাইকেল সহ ঘরে থাকা প্রয়োজনীয় সকল জিনিসপত্র। এতে প্রায় আট লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবারটি।প্রথমিকভাবে অগ্নিসংযোগের কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে রান্না ঘরের চুলায় জ্বলতে থাকা লাকড়ির সাথে পাতার সংযোগে এমন ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটেছে। ক্ষতিগ্রস্ত আলম জানান, আমি দুপুরে ঘরের সামনের রুমে শুয়েছিলাম। হঠাৎ পোড়া গন্ধ নাকে অনুভব করতে পেরে বিছানা থেকে ওঠে দেখি রান্না ঘর থেকে শুরু হয়ে পুরো ঘরে ভয়াবহ আগুন জ্বলছে। কোন উপায় বুদ্ধি না পেয়ে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না।পরে পরশুরামের ফায়ারসার্ভিস কে খবর দিলে তারা আসার আগেই পুরো ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। তিনি আরও জানান, মাত্র কিছুদিন আগে অনেক টাকা খরচ করে নতুন করে টিনসেট এর ঘর নির্মাণ করেছিলাম।তা আজ এক-নিমিষেই শেষ হয়ে গেল। কি করবো কিছুই বুঝতে পারছি না। দীর্ঘদিন আগে সে বিদেশ থেকে দেশে এসেছে। কিছুদিন আগে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুন টিনসেটের ঘর তুলেছিলেন। ভয়াবহ আগুনে তা আমাদের চোখের সামনেই শেষ হয়ে গেল জানান প্রতিবেশী বশির উদ্দিন।