শুক্রবার সকালে ফেনী সদর উপজেলার শশদি ইউনিয়নের নয়াবাদ গ্রামে চাল, আলু, পেঁয়াজ, তেল, চিনি, ছোলা বুট প্যাক করে কর্মহীন দুই শতাধিক দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ব্যবসায়ী মো. ইয়াসিন মানিক।
করোনা কালীন লকডাউনে কর্মহীন মানুষগুলোর নিত্যসামগ্রী হাতে পেয়ে চোখ যেন ছলছল করছিলো।
কর্মহীন শ্রমিক আনোয়ারি মিয়া জানান, লকডাউনে গত দু’সপ্তাহ ধরে কোন ধরনের কাজ না পেয়ে পরিবারের ৫ সদস্য নিয়ে অনেকটা একবেলা খেয়ে জীবন কাটাতে হয়েছে। কেউ কোন ধরনের সাহায্য না করায় জীবন চাকা বন্ধের উপক্রম হচ্ছিল। আজ ত্রাণ পাওয়ায় বাচ্চাদের মুখে অন্তত কয়েকদিন খাবার তুলে দিতে পারবেন তিনি।
ব্যবসায়ী মো. ইয়াসিন মানিক জানান, গত বছরের ধারাবাহিকতায় এবারও আমার সধ্যমতো কিছু করার চেষ্টা করেছি। আমার গ্রামের কর্মহীন দুই শতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিত্তশীল ব্যক্তি ও সংগঠন করোনাকালীর লকডাউনের সময়ে এগিয়ে এসে দরিদ্রদের পাশে দাঁড়ানো উচিৎ।
ত্রাণ বিতরণের সময় রবিউল হাসান রনি, নূর হোসেন পিংকু, রায়হান, নির্জন, ইসমাম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল থেকে লকডাউন শুরু হলেও ২৩ এপ্রিল পর্যন্ত সরকার-বেসরকারী কোন সংগঠন বা ব্যক্তি পর্যায়ে কেউ ফেনী জেলায় ত্রাণ বিতরণ করেনি।