পেয়ার আহাম্মদ চৌধুরীঃ- ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়ন এর রাঙ্গামাটিয়া গ্রামের রাজমিস্ত্রী এয়াছিন'কে মঙ্গবার থেকে খোঁজে পাওয়া যাচ্ছে না পারিবারিক সূত্রে জানা যায় মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকাল ৪টার দিকে ফেনীর উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও বাড়িতে না আসায় পারিবারের লোকজন তার মোবাইল ফোনে কল দিলে ফোন বন্ধ পায়। আত্মীয়স্বজন এর বাড়িতে খোঁজ নিলেও কোথাও যায়নি বলে জানান স্বজনরা। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন তাহলে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানান তার পরিবার 01890465510 (রাসেল) অথবা 0 1854-046791 (খোরশেদ)।