ফেনীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী। দিবসের শুরুতে সুর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়।
এবার করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে আয়োজন সীমিত করা হয়েছে। সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন পুস্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ করেন ফেনীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) গোলাম জাকারিয়া প্রমুখ।
এ দিকে স্বাধীনতার ৫০বছর পূর্তি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকালে শহীদ সালাম স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদশনী, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনাসভা, মিলাদ মাহফিল ও খেলাধুলাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের দেয়া হয় সম্মানন