ফেনীতে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানায় ৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম আবদুল্লাহ আল মামুন। অভিযানে সহযোগিতা করেন ফেনী জেলা পুলিশের একটি দল।
এ সময় করোনা মোকাবেলায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২ মামলায় ২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
বুধবার দুপুরে শহরের দোয়েল চত্তর, শহীদ মিনার মোড়, রাজা ঝি দিঘীর পাড়ে এ অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্কবিহীন চলাচল করায় ৯ জনকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া জনসম্মুখে ধুমপান করায় ২ জনকে ৪০০ টাকা এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোয় আরো ১ জনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্ধশতাধিক লোকের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
করোনা মোকাবেলায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট এন এম আব্দুল্লাহ আল মামুন।