মজিব জন্মশতবার্ষিকীতে বিজিবি-বিএসএফের মৈত্রী ফুটবল ম্যাচ মজিব জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ বিজিবি ও ভারতীয় বিএসএফের মৈত্রী ফুটবল ম্যাচ পেয়ার আহাম্মদ চৌধুরীঃ-বঙ্গবন্ধু শেখ মজিুবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফেনীর সীমান্তবর্তী ভারতের ত্রিপুরার বিলোনিয়ায় বিকেআই স্টেডিয়ামে বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৮ মার্চ) বিজিবি ফেনী ব্যাটালিয়ন-৪ এবং বিএসএফ ব্যাটালিয়ন-২০০-এর মধ্যকার মৈত্রী ফুটবল ম্যাচটি বিএসএফের সার্বিক ব্যাবস্থাপনায় ভারতের বিলোনিয়ায় অনুষ্ঠিত হয়। হাজার বছরের কেষ্ট বাঙালি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও সীমান্তে শান্তি রক্ষায় ভারত- বাংলার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুটের বার্তা দিয়ে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উদ্দেশ্যে এই মৈত্রী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এই ফুটবল ম্যাচ কে কেন্দ্র করে গত সাতদিন ধরে মাঠের প্রস্তুতি এবং খেলাকে আকর্ষণীয় করে তোলার জন্য বিএসএফ'র প্রস্তুতির ঘাটতি ছিল না বলে জানান ভারতীয় নাগরিক রাজনগর (মুসলিম পাড়া) মোঃ সাহেদ মিয়া। তিনি জানান, বিলোনিয়া বিকে আই স্টেডিয়ামে দর্শক বসার জায়গা এবং গ্যালারি কে আগের থেকে আরো বেশি সুসজ্জিত ভাবে সাজিয়ে তোলা হয়েছে। বিএসএফের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল থেকেই বিকেআই স্টেডিয়ামে আয়োজিত হয় মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান৷ বিলোনিয়া মুহুরি ঘাট সীমান্ত চেকপোস্ট দিয়ে বৃহস্পতিবার সকালেই বিজিবির খেলোয়ার সহ বাংলাদেশের ৭৫ জনের টিম ভারতে যায়৷ উভয় দেশের ফুটবল খেলোয়াড় দের সাথে অতিথি বৃন্দের পরিচিতি পর্ব শেষ হবার পরপরই দুই দেশের জাতীয় সংগীতের সুর বেজে উঠে৷ এরপর শান্তি ও মৈত্রীর বার্তা দিয়ে পায়রা ও বেলুন ওড়ানো হয়৷ ৷ উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিএস, ডিজি বিএসএফ শ্রী রাকেশ আস্তানা। এছাড়া উপস্থিত ছিলেন বিএসএফের এডিজি পঙ্কজ কুমার সিং , আইজি ফ্রন্ট ইয়ার লাইন সুশান্ত কুমার নাথ , দক্ষিণ জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন ও বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা। বাংলাদেশ বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বিএসপি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, সরাইল, ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, সেক্টর কমান্ডার, বিজিবি কুমিল্লা, কর্নেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল, এসএসসি, অধিনায়ক, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) লে. কর্নেল মোহাম্মদ আব্দুর রহিম এবং অন্যান্য স্টাফ অফিসারবৃন্দ। উত্তেজনা পূর্ণ এই ম্যাচ কোন দলই গোল করতে পারেননি৷ উভয় দলই কয়েকটি গোল করার সুযোগ পেলেও তা গোলবারের লক্ষ ভ্রষ্ট হয়ে যায়৷ ফলে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। উত্তেজনা পূর্ণ এ ম্যাচটি সুন্দর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়। এতে উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন বিজিবি-বিএসএফ কর্মকর্তারা। বিজিবি দলের প্রতিনিধিত্ব করেন ফেনী ব্যাটালিয়ন-৪ এর উপঅধিনায়ক মেজর মোঃ সেলিমুদ্দোজা নিলয়। এ সময় বিএসএফ মহাপরিচালক বলেন ‘বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল প্রতিযোগিতা ২০২১’-এর মাধ্যমে উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস সুদৃঢ় করার জন্য এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এছাড়াও ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান বলেন, এই প্রীতি ম্যাচের মধ্য দিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সীমান্তে বিরাজমান সৌহার্দ্য সৃষ্টি হলো।