মুজিববর্ষ উপলক্ষে ফেনী জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে 'ছড়া-কবিতার ভুবন' নামে দিনভর এক কর্মশালা ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দূরত্ব মেনে শিশু নিকেতন কালেক্টরেট স্কুলে অাজ মঙ্গলবার সকাল ১১ টায় শিক্ষকদের কর্মশালায় বিভিন্ন স্কুলের প্রায় ১ শ শিক্ষককে বিশুদ্ধ উচ্চারণে ছড়া-কবিতা পাঠের নিয়ম অালোচনা করা হয়।
বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি কবি ও
শিশুসাহিত্যিক আসলাম সানী, প্রখ্যাত ছড়াকার আনজীর লিটন। কবি স্থানীয় সরকারের উপপরিচালক মানজুর মুহাম্মদ সঞ্চালনায় ও এডিসি
(রাজস্ব) ও শিশু নিকেতন কালেক্টরেট
স্কুলের সভাপতি সুজন চৌধুরী সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ছড়াকার বুলবুল সারওয়ার, কবি-গবেষক শাবিহ মাহমুদ ও স্কুলের প্রধান শিক্ষক মো. শফিউল অালম । এ সময় বঙ্গবন্ধুর জীবনের নানা দিক নিয়ে শিশুদের অনুপ্রাণিত করা হয়।