ফেনী শহরের ১০ নং ওয়ার্ডের পাঠানবাড়ী রোডের ফালাইয়া লেইনে ক্ষুদ্র ব্যবসায়ী রোকেয়া রহমান মাত্র ৫০০ টাকা পুজি দিয়ে ব্যবসা শুরু করেন তিন মাস পূর্বে।স্বামী মশিউর রহমান ব্যাটারি চালিত টমটম চালান,স্বামীর রোজগারের পাশাপাশি স্ত্রীও চেয়েছেন রুজির সন্ধান করতে।তাই মাত্র ৫০০ টাকা পুজি দিয়ে শুরু করেন ঝালমুড়ির ব্যবসা।ঝালমুড়ির স্বাদে এলাকায়ও বেশ নাম করেছেন।একমুখ দুইদুখ হতে হতে এখন বেশ দুর থেকেও ঝালমুড়ির টেষ্ট নিতে আসেন কাষ্টমার।সেখান থেকেই ব্যবসার উন্নতি ঘটে ক্ষুদ্র ব্যবসায়ী রোকেয়া রহমানের।তিনি শুরুতে ঝালমুড়ি বিক্রি করলেও সফলতা ওনাকে টেনে নেয় আরো ভালোর দিকে।ওনার ব্যবসার ঝালমুড়ির পাশাপাশি তিনি শুরু করেন একটি ছোট খাটো চা ও কনফেকশনারী ব্যবসা।তিনি এখন মোটামুটি বেশ ভাল আছেন ব্যবসা করে।স্বামীও দোকানে স্ত্রীকে সময় দেন মোটামুটি,রয়েছে তাদের ছেলে সন্তানও।ফালাইয়া লেইনে মোটামুটি কাষ্টমার তেমন একটা নেই,থাকলেও নিজের পুজির সাথে তেমন একটা সমন্বয় করতে পারেন না।ওনাদের সাথে একান্ত স্বাক্ষাতকারে জানান ওনার ঝালমুড়িই বেশ ভাল চলে,ভাল স্বাধ হয় বলেই ঝালমুড়ির কাষ্টমার তিনি পান।তিনি আশাবাদি একদিন অবশ্যই ওনার অবস্থান আরো ভাল হবে।
রোকেয়া রহমান আরো জানান ঝালমুড়ি ব্যবসার সফলতার জন্যই ওনার ব্যবসা ধীরে ধীরে বড় হয়েছে।এই প্রতিবেদনটির কারনে যদি আরো কিছু কাষ্টমার বাড়ে তাহলে ওনার ব্যবসার উন্নতি ঘটবে।তিনি সকলের সহযোগীতা ভালবাসা এবং দোয়া কামনা করেন।