পরশুরামে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পৌর মেয়র সাজেল চৌধুরী মঙ্গলবার (২মার্চ) রাতে কোলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫ বোতল বিদেশী মদ সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে পরশুরাম থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন।
পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নিজ দলের কর্মীদের সাথে নিয়ে উত্তর কোলাপাড়া গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী মনু মিয়ার বাড়ীতে অভিযান চালায় এবং অভিযুক্তদের বাড়ীতে একটি আন্ডারগাউন্ড কক্ষের সন্ধান পায় এসময় ৫ বোতল বিদেশী মদ উদ্বার করে এবং বিপুল পরিমান ফেনসিডিলের খালি বোতল উদ্বার করা হয়।
পরশুরাম থানার পুলিশ কে খবর দিলে পুলিশের এস এই রাসেদুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক ব্যবসায়ীদের আটক করে থানায় নিয়ে যান।
আটককৃতরা হলেন মনু মিয়ার স্ত্রী আলেয়া আক্তার (৫১), বাচ্চু মিয়ার ছেলে নয়ন (২২), মনু মিয়ার ছেলে মোঃ হেলাল উদ্দিন প্রকাশ হেলু (৩৭), হারুন মিয়ার পালক পুত্র শরীফ (২৫), তাদের বিরুদ্বে পরশুরাম থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে পরশুরাম থানায় বুধবার মাদক আইনে মামলা দায়ের করে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দলের কর্মীদের সাথে নিয়ে ওই বাড়ীতে অভিযান চালিয়ে মাদক সহ তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মেয়র আরো জানান ধারাবাহিক ভাবে অভিযান চালিয়ে পরশুরাম পৌর এলাকাকে মাদক মুক্ত ঘোষনা করা হবে।