পেয়ার আহাম্মদ চৌধুরীঃ-ফেনীর পরশুরামে দোকান চুরির পর এবার পরশুরাম পৌরসভা ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী সুমনের ব্যক্তিগত কার্যালয় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সুমনের ব্যক্তিগত কার্যালয়ের জানালা কেটে অফিসের ভিতরে ঢুকে টেবিলের তালা ভেঙ্গে মসজিদের খরচের জন্য জমানো ৪০,০০০/ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে কাউন্সিলর সুমন জানিয়েছেন।
জানা যায় পরশুরামে গত কয়েক মাস ধরে প্রায় প্রতিরাতেই চুরির ঘটনা ঘটছে এ সময়ে সিএনজি, মোটরসাইকেল, গরু,মোবাইল দোকান সহ বিভিন্ন বাসা বাড়িতে অহরহ চুরির ঘটনা ঘটছে।
আগের দিন শনিবার রাতেও পরশুরাম বাজারের কলেজ রোডস্থ “মোবাইল জোন’ নামক একটি মোবাইল দোকান থেকে প্রায় ৩৫ টি মোবাইল সেটসহ তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোরের দল।
এর আগেও পরশুরাম বাজারে একই রাতে চারটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় মোবাইল ফোন বিভিন্ন মূল্যবান সামগ্রী সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ।
গত রবিবার পরশুরাম উপজেলার সর্বোচ্চ ফোরাম আইন শৃংখলা সভায়ও আশঙ্কাজনকভাবে চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় বক্তারা তীব্র ক্ষোভ জানান এবং চুরি ঠেকাতে পুলিশ প্রশাসনকে ব্যাবস্থা গ্রহণের জন্য দাবি জানান।
অপরদিকে পরশুরাম পৌরসভার নবনির্বাচিত মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীর সাজেল রবিবার তার দায়িত্বভার গ্রহণ করেন এসময় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবাগত মেয়র কে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় ফুলেল শুভেচ্ছা গ্রহণ না করে মেয়র সাজেল চৌধুরী থানায় গিয়ে আশঙ্কা জনক ভাবে চুরি ডাকাতির বিষয়ে পরশুরাম থানার ওসির কাছে ব্যাখ্যা চান এবং চুরি হওয়া মালামাল উদ্ধার এবং চুরি ঠেকাতে ওসিকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। মেয়রের আলটিমেটামের সময়ে ফুরানোর আগেই তারই পরিষদের কাউন্সিলর নিজাম উদ্দিন সুমনের ব্যক্তিগত কার্যালয় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।