আমার বাংলাদেশ পার্টি ফেনী জেলার 'জেলা সম্মেলন' ২৭ ফেব্রুয়ারী শনিবার সকালে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে৷
ডা. মো. শামছুদ্দিন ইলিয়াছের সভাপতিত্বে ও পার্টির ফেনী জেলা সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রভাষক ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এবি পার্টির আহবায়ক, প্রাক্তন সচিব এ.এফ.এম সোলায়মান চৌধুরী৷ বিশেষ অতিথি ছিলেন পার্টির যুগ্ম আহবায়ক প্রফেসর ডাক্তার মেজর (অব.) আবদুল ওহাব মিনার, পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু৷
সম্মেলনে আমার বাংলাদেশ পার্টি ফেনী জেলার ২০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষিত হয়৷ কমিটির আহ্বায়ক ডা. মাে. শামছুদ্দিন ইলিয়াছ, যুগ্ম আহ্বায়ক প্রভাষক মু. ফজলুল হক, অধ্যক্ষ মাে. জিলানী মজুমদার, জাফর আহাম্মদ, শেখ ফরিদ (অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা), মাষ্টার আহসান উল্লাহ, সদস্য সচিব প্রকৌশলী শাহ আলম বাদল, যুগ্ম সদস্য সচিব জিল্লল্লাহিল বাকী আফলাতুন, আব্দুল মােতালেব ডালিম পাটোয়ারী, সহকারী সদস্য সচিব মনির আহাম্মদ, নুরুল কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন আনসারী, অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক ভূঞা প্রমুখ৷
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব বি.এম নাজমুল হাসান, ব্যারিস্টার জোবায়ের মাহমুদ৷ আরো বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব খালিদ হাসান, ইব্রাহীম সাদাত, আমজাদ খান ও শাহ্ আব্দুর রহমান৷
আরো বক্তব্য রাখেন প্রকৌশলী শাহ আলম বাদল, মেজর (অব.) মীর হোসেন, অধ্যক্ষ জিলানী মজুমদার, জাফর আহমেদ, মামুন আনসারী, ওয়াসিউর রহমান খসরু, প্রভাষক মোজাম্মেল হোসেন প্রমুখ৷