 
                      
                    
                    
                    
                        
পেয়ার আহাম্মদ চৌধুরীঃ- ফেনীর পরশুরামে ছালেহ উদ্দিন আহমেদ চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ক্রিকেটে টুর্নামেন্ট ২১ এর ফরম বিতরণ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার, ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও বিশিষ্ট ব্যাংকার, সমাজসেবক জালাল উদ্দীন আহমেদ চৌধুরী পাপ্পু'র মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ চৌধুরীর স্মৃতিতে "সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ক্রিকেটে টুর্নামেন্ট" ঘোষণা করা হয়েছে। সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী ও হোসেন আরা চৌধুরী রানী ফাউন্ডেশন এর আয়োজনে আলাউদ্দিন নাসিম এর প্রধান পৃষ্ঠপোষকতায় পরশুরাম পৌরসভার মেয়ের নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল এর সার্বিক সহযোগিতায় টুর্নামেন্ট এর কার্যক্রম চলবে। আগ্রহী টিমকে আগামী ১ মার্চ এর মধ্যে নিন্মলিখিত ঠিকানায় ফরম/এন্ট্রি ফি (১৫০১ টাকা) জমা দিতে হবে। ২ মার্চ খেলার ড্র অনুষ্ঠিত হবে। খেলায় পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলের জন্য 'চ্যাম্পিয়ন ট্রফি" ও ৫০,০০০ হাজার টাকার প্রাইজ মানি এবং রানার্সআপ দলের জন্য "রানার্সআপ ট্রফি" ও ৩০,০০০হাজার টাকার প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে। এছাড়াও প্রতি খেলায় ম্যান-অব-দ্যা ম্যাচ নির্বাচিত প্লেয়ার কে পুরস্কার দেওয়া হবে। সূত্রে জানা গেছে আন্তর্জাতিক নিয়মে খেলা অনুষ্ঠিত হবে। জার্সি বাধ্যতামূলক থাকতে হবে, খেলা টেপ টেনিস বলে অনুষ্ঠিত হব। খেলায় সার্বিক বিষয়ে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে। উক্ত খেলা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ মাঠ অনুষ্ঠিত হবে। যোগাযোগঃ পরশুরাম ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ০১৮১৮ ৩৯৭৪৯৬, সাদামাটা মেইন রোড় পরশুরাম বাজার, ০১৮১২০৭৯৪৩৩, পরশুরাম জেন্টস এন্ড স্পোর্টস কলেজ রোড় পরশুরাম বাজার, ০১৬৮৪৬৮৪৪৩৬, পলাশ স্পোর্টস মেইন রোড় ফুলগাজী ০১৮১২৩১১১৭৫।
                        
                        

