সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজীতে স্বেচ্চাসেবী সামাজিক সংগঠন মানবিক প্রত্যয় এর উদ্যোগে দরিদ্র অসহায় প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভা ২০ফেব্রুয়ারি সকালে মতিগঞ্জ আর.এম হাট কে উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মানবিক প্রত্যয়ের সভাপতি আরিফুল ইসলাম ভূঞাঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লেঃজেঃ (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি। প্রধান আলোচক ছিলেন, এলজিইডি'র প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ মাসুদ।
বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা নির্বাহি অফিসার অজিত দেব, হৃদয় গ্রুফ অব কোম্পানীর চেয়ারম্যান জহির উদ্দিন আলমগীর, মতিগঞ্জ আর.এম.হাট কে উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর সাইফ উদ্দিন চৌধুরী হারুন।
বক্তব্য রাখেন, ফেনী সিটি কলেজের অধ্যক্ষ বাবু ফরমেশ চন্দ্র দাস, সমাজসেবক আলহাজ্ব আশ্রাফ উদ্দিন লন্ডনী, আলহাজ্ব এস.ডি এম দিদার, মানবিক প্রত্যয়ের যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল চাকলাদার, আইন বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ ভূঞাঁ, সদস্য আরিফুর রহমান, আবু তৈয়ব বাবুল।
মানবিক প্রত্যয়ের সাধারণ সম্পাদক জহিরুল আলমের সার্বিক ব্যাবস্থাপনায় ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ইকবাল হোসাঈন এর সঞ্চালনায় অনুষ্ঠানে নবাবপুরের ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল হক, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন ছোট, সহ-সভাপতি ওমর ফারুক রুবেল সহ গন্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার প্রদান করা হয়, এবং তালিকাভূক্ত প্রায় দুইশত জনকে পর্যায়ক্রমে দেয়া হবে বলে সংস্থা থেকে জানানো হয়েছে।