পেয়ার আহাম্মদ চৌধুরীঃ-ফেনীর পরশুরামে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইকবাল মাহমুদ সৈকত এর পৃষ্ঠপোষকতায় আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম রাত্রিকালীন শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ ফেব্রুয়ারী রাতে দক্ষিণ গুথুমা চাঁনগাজী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ।
উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সহ-সভাপতি ও বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন।
সেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন ও দক্ষিণ গুথুমা সমাজ কল্যান সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি কামাল উদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর ভাইস-চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস-চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া, জেলা আওয়ামী এর সদস্য জহিরুল ইসলাম বাবু, মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো, চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় নির্বাহী সাংসদ এর সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আবদুল গফুর ভূঁইয়া, পরশুরাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াছিন শরীফ মজুমদার, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম. সফিকুল ইসলাম মহিম, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সদস্য খোরশেদ আলমসহ স্থানীয় এবং জেলা ও উপজেলার ক্রীড়া প্রেমিরা।
ইকবাল মাহমুদ সৈকত জানান, ১৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত আলাউদ্দিন নাসিম রাত্রিকালীন শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ের ১৬ টি দলের অংশগ্রহণে সুশৃঙ্খলায় জাঁকজমকপূর্ণভাবে ফেনী পূর্বাঞ্চল একাদশ বনাম পরশুরাম একাদশ এর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হয়।
উক্ত ফাইনাল খেলায় ফেনী পূর্বাঞ্চল একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রপি ছিনিয়ে নেন পরশুরাম একাদশ। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ান ট্রপি ও ২০ হাজার টাকার ফ্রাইজমানি এবং রানার্সআপ দলের হাতে ১৫ হাজার টাকার ফ্রাইজমানি ও ট্রপি তোলে দেন অতিথি বৃন্দ।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ জিতে নেন ফেনী পূর্বাঞ্চল একাদশের খেলোয়াড় হাসান।