পেয়ার আহাম্মদ চৌধুরীঃ-ফেনীর পরশুরামে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ফেণী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও পরশুরাম উপজেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থপনায় পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী অনূর্ধ্ব ১৬ বছর বয়সীদের ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারী বিকালে পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন ফেনী জেলা পরিষদে চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন শরীফ মজুমদারের পরিচালনায় উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, জেলা ক্রীড়া অফিসার হারুনুর রশীদ, মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নুরুজ্জামান ভুট্টো, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শফিকুল হোসেন মহিম, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মলয় কুমার রায়, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সদর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক এনাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মন্নান লিটন।
উক্ত প্রশিক্ষণ ক্যাম্পে উপজেলার অনুর্ধ ১৬ বছর বয়সী ৩০ জন খেলোয়াড় মাসব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করবে বলে জানান উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াছিন শরিফ মজুমদার।