ফেনীর জেলা প্রশাসনের সহযোগিতায় ফেনী বিজয় সিং দিঘির পাড়ে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আজ বুধবার সকাল দশটা থেকে ম্যারাথন দৌড় শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী প্রশাসনসহ বিভিন্ন বাহিনীর লোকজন।
ফেনীতে ১২ হাজার লোকের টার্গেট রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ম্যারাথন আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান ম্যারাথন দৌড় এর উদ্বোধন করেন।
১৬ বছরের উর্ধ্বে নারী-পুরুষ ম্যারাথনে অংশ নিতে পারবেন। ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার, ২১ কিলোমিটার ও ৪২ কিলোমিটারের ৪টি ইভেন্টে ১২ হাজার মানুষ অংশ অংশ নেয়ার সুযোগ রয়েছে।
সভায় ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন, সেনাবাহিনীর ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির মেজর তরিকুল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা সহ প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
উদ্বোধন উপলক্ষে বক্তারা বলেন, শরীর সুস্থ রাখতে হলে দলের কোনো বিকল্প নেই। বর্তমান প্রেক্ষাপটে মানুষের হাঁটার গতি একদমই উদাসীন। এই উদ্যোগ মানুষকে হাঁটার প্রতি আগ্রহ বাড়বে।