পেয়ার আহাম্মদ চৌধুরীঃ-
ফেনী টু ঢাকার যাত্রীরা হয়তো অনেকে দেখেছেন বাসের গায়ে লেখা "কোরআনে হাফেজদের জন্য গাড়ি ভাড়া ফ্রি" সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতিমধ্যে অনেকে দেখেছেন। ঢাকা মেট্রো ব-১৪-৮৩৩৯ নম্বরের রেজিষ্ট্রেশন করা ‘নিউ যাত্রীসেবা’ নামের বাসটির সামনের গ্লাসে সবুজ ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরের লেখা সম্বলিত দৃশ্যটি এখন অনেকের নজর কেড়েছে।
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ফেনীর কৃতি সন্তান সাইফুদ্দিন শনিবার বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে ওই বাসের ছবিটি শেয়ার করলে ব্যাপারটি আরো ছড়িয়ে পড়ে। সাইফুদ্দিনের ক্যাপশন ছিল- ‘ভালোবাসা এবং শ্রদ্ধা’। রবিবার সকাল পর্যন্ত সাইফুদ্দিনের শেয়ার করা ছবিতে ৭১ হাজার লাইক, ১ হাজার ৪ শ কমেন্ট পড়েছে। আর পোস্টটি শেয়ার হয়েছে ৪৯২ বার।
ক্রিকেটার সাইফুদ্দিনের পোস্টের কমেন্ট বক্সে অসংখ্য কমেন্টদাতা লেখেছেন, এটি একটি ভালো উদ্যেগ। কোরআনে হাফেজরা ফ্রি-তে যাবে না। তবে তাদের সম্মানে এ ধরনের উদ্যেগ সত্যিই প্রশংসনীয় এবং অন্যদের জন্য শিক্ষণীয়।
ভারতের কলকাতা থেকে একজন কমেন্টকারী লেখেছেন আলহামদুলিল্লাহ্ দেখে মনটা ভালো হয়ে গেল।
একজন লেখেছেন, হাফেজদের সম্মানে এ ধরনের আরো উদ্যোগ রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়া দরকার।
আরেকজন লেখেছেন, শনিবার বেলা ১১টা ৩০ মিনিটে বাসটি তিনি কুমিল্লায় দেখেছেন। বাসটির পেছনেও ‘কোরআনে হাফেজদের জন্য গাড়ি ভাড়া ফ্রি’ কথাটি লেখা দেখেছেন তিনি।
ভিন্ন ধর্মের একজনও লেখেছেন হাফেজদের সম্মানের ব্যতিক্রমী এ ব্যাপারটির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সাইফুদ্দিনের কমেন্ট বক্সে।