পেয়ার আহাম্মদ চৌধুরীঃ-ফেনীর পরশুরামে উপজেলা পর্যায়ে প্রথম করোনা টিকা নিলেন মির্জানগর ইউপি মেম্বার ফজলুল বারী মনছুর। তিনি সবার আগে করোনা টিকা নিতে আগ্রহ প্রকাশ করায় উপজেলা প্রশাসন মনছুর মেম্বারকে টিকা দেওয়ার সিদ্বান্ত নেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা গেছে পরশুরাম উপজেলায় প্রথম দফায় ২শ ৫০জন নিবন্ধন করলেও টিকা নিতে নিধারিত স্থানে সবার আগে উপস্থিত হয়েছেন একই ইউনিয়নের দুই মেম্বার। উপজেলা পর্যায়ে করোনার দ্বিতীয় টিকা নেয়া ব্যক্তি হলেন শাখাওয়াত হোসেন মজুমদার রুবেল তিনিও উপজেলা যুবলীগ নেতা।
উপজেলা পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম এর উদ্বোধন করেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও উপজেলা নির্বাহী অফিসার ইয়াছমিন আকতার।
এছাড়াও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল খালেক মামুন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ইন্দ্রোজিত ঘোষ কনক, ডাঃ আফতাব উল আলম সহ প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা ও ইউনিয়ন তথ্য কেন্দ্র, সকল কমিউনিটি ক্লিনিক সহ ১৮টি স্থানে নিবন্ধন করা যাবে। করোনা টিকা নিতে হলে অবশ্যই নিবন্ধন করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
প্রথম করোনা টিকা নেয়া ফজলুল বারী মনছুর বলেন, আমি ধারনা করেছিলাম করোনা ভ্যাকসিন দেশে আসার পর কে আগে নিবে সেটার জন্য হাহাকার দেখা দিবে তাই জনপ্রতিনিধি হিসাবে আমার ইচ্ছা ছিল আমার এলাকার জনগন টিকা নেয়ার পর আমি নিব। কিন্তু বিভিন্ন অপপ্রচার ও ভীতির কারণে এখন মানুষ করোনা টিকা নিতে নিরুৎসাহী হচ্ছে। তাই জন প্রতিনিধি হিসাবে মানুষের ভীতি দুর করতে সরকারের ঘোষনা অনুযায়ী সবার আগে টিকা নেয়ার সিদ্বান্ত নিলাম।
দ্বিতীয় করোনা টিকা নেয়া ব্যক্তি শাখাওয়াত হোসেন রুবেল বলেন, আমার এলাকার জনগনকে সেবা দিতে গিয়ে আমি করোনা সংক্রমিত হই। জনগনকে উৎসাহ দিতে অপপ্রচার রুখতে করোনা টিকা নেয়ার সিদ্বান্ত গ্রহন করি। তিনি প্রধানমন্ত্রীকে দেশে করোনা ভ্যাকসিন নিয়ে আসার জন্য ধন্যবাদ জানান।