পেয়ার আহাম্মদ চৌধুরীঃ- ফেনীর পরশুরাম পৌরসভার নবনির্বাচিত মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলকে ফুলের শুভেচ্ছা জানান পরশুরামের সেচ্ছাসেবী সংগঠন কুঁড়েঘর ফাউন্ডেশন এর নবনির্বাচিত কমিটি।
শুভেচ্ছা বিনিময় শেষে মেয়ের সাজেল চৌধুরীর সাথে সংগঠনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন কুঁড়েঘর ফাউন্ডেশন এর নবনির্বাচিত কমিটি সদস্য বৃন্দ।
নবনির্বাচিত সভাপতি প্রাইম মজুমদার জানান, কুঁড়েঘর ফাউন্ডেশন ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। কুঁড়েঘর ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল এর নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে কুড়েঁঘর ফাউন্ডেশন। সুচনালগ্ন থেকে বর্তমানে কোভিড - ১৯ বিশ্বমহামারীতে কুড়েঁঘর ফাউন্ডেশন মাঠ পর্যায়ে থেকে কাজ করে যাচ্ছে মানুষের সেবায়। তিনি কুড়েঁঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে কুঁড়েঘর ফাউন্ডেশনের অগ্রযাত্রায় সকলে আন্তরিক সহযোগিতা চেয়েছেন।
গত ৫ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকেল সাংগঠনিক অফিসে প্রাইম মজুমদার'কে পুনরায় সভাপতি,মোঃ শাহাদাত হোসেন রুবেল কে সাধারণ সম্পাদক করে
পরশুরামে সেচ্ছাসেবী সংগঠন কুঁড়েঘর ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষনা করা হয়ছে।
২০২১-২২ অর্থবছেরর নতুন কমিটি কমিটিতে খায়রুল আলম মজুমদার প্রাইমকে সভাপতি। মোঃ শাহিন, এম এস এইচ বাপ্পী,এইচ আর হৃদয়, জুয়েল, মোঃ কামাল পাশা,ওয়াহিদ আরিফ,এম কে জিটু, রনি চৌধুরী, মোর্শেদ চৌধুরী ইয়ামিন, সোঃ ইকবাল হোসেন মজুমদার, মামুনুর রশিদ, কে এম রিযাদকে সহ-সভাপতি করা হয়।
মোঃ শাহাদাত হোসেন রুবেল কে সাধারণ সম্পাদক ও জয়, তারেকুল ইসলাম বাবলু, কাওছার আলম, জোটন চন্দ্র দাস, আশিকুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।
নুর মোস্তফা জীবন, মানিক এমাম, মাইন উদ্দিন ইমন, রিজন, আলাউদ্দিন মজুমদার, আবদু রহিম সায়েম, নিশান আহামেদ চৌধুরী, শুভ চক্রবর্তী, এ্যনি কর্মকার কে সাংগঠনিক সম্পাদক করা হয়।
রাফায়েত শাওন কে দপ্তর সম্পাদক ও এন আর নাইমকে সহ-দপ্তর সম্পাদক। ইসরান হোসেন বাবুকে অর্থ সম্পাদক ও আবদুল হামিদ এইচ এ কে সহ-অর্থ সম্পাদক। মোহাম্মদ হাসানকে প্রচার সম্পাদক ও কাজী আলিকে সহ-প্রচার সম্পাদক। সেহেরাব আহমেত ফয়সাল মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক। মোঃ তৌহিদুল ইসলামকে আইন বিষয়ক সম্পাদক। মোঃ জোবায়েরকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। আরমান আহমেদকে উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। রাজন দেবনাথকে সাংস্কৃতিক সম্পাদক, শাহিদুর রহমান নাহিদকে উপ সাংস্কৃতিক সম্পাদক, রনিকে ক্রীড়া সম্পাদক ও নুপুর, মোঃ পারভেজ রাকিনকে উপ ক্রীড়া সম্পাদক। মোঃ আরমান হোসেনকে মুসলিম ধর্ম বিষয়ক সম্পাদক ও হৃদয় বৌমিকে হিন্দু ধর্ম বিষয়ক সম্পাদক, শান্ত চক্রবর্তীকে সহ ধর্ম বিষয়ক সম্পাদক, দীপু অধিকারী কে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও রনি প্রিন্সকে সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। সায়ফুল রাফিকে ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ও সাজ্জাদ কে উপ ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। মজিব উল করিমকে সাহিত্য বিষয়ক সম্পাদক এ মোঃ ইলিয়াসকে উপ সাহিত্য বিষয়ক সম্পাদক। রাসেন খোন্দকার কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও ওসমান গনি পলাশকে উপ কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সহ-প্রতিষ্ঠাতাবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য এম. সফিকুল ইসলাম মহিম, পরশুরাম উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইয়াছিন শরিফ মজুমদার, পরশুরাম পৌরসভার সদর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক এনাম, কুঁড়েঘর ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলির সদস্য মেহেদী হাসান বাবু।