সাধন নাথ ঃ গত ৫ ফেব্রæয়ারি (শুক্রবার) বিকালে শারদাঞ্জলি ফোরাম ফেনী জেলা শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ফেনী জেলা কমিটির সভাপতি বাবু শুভরাজ বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু প্রবীর শীলের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা টুটুল দাস, কোষাধ্যক্ষ বাবুল দেবনাথ, দপ্তর সম্পাদক নয়ন ভৌমিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুমন সরকার, প্রচার সম্পাদক সাধন দেবনাথ, তীর্থ বিষয়ক সম্পাদক শান্তনু দেবনাথ, সহ-প্রচার সম্পাদক নিকাশ বনিক, তাপস দাস প্রমুখ। উক্ত সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তে ঐক্যমত পোষন করেন উপস্থিত সদস্যবৃন্দ।
সিদ্ধান্ত সমূহের মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছেÑপ্রতি মাসের প্রথম শুক্রবার মাসিক সভা করা ও উক্ত সভায় সম্পাদকীয় মন্ডলীগণ কমপক্ষে ২ জন নতুন সারথির উপস্থিত আহবান করা হয়। নতুন গীতা স্কুল খোলা ও চলমান গীতা স্কুলে তদারকি করা এবং গীতা শিক্ষকের সাথে যোগাযোগ বৃদ্ধি করা। আগামী সভায় ফেনী পৌর কমিটির ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করার জন্য সকলের কাজ করা। শারদাঞ্জলি ফোরামের আওতায় ফেনী জেলায় একটি ধর্মীয় লাইব্রেরীর ব্যাপারে প্রস্তাব করা হলে উপস্থিত সকলে ঐক্যমত পোষন করে। লাইব্রেরী প্রস্তাবনার সাথে সাথেই বাবু শুভরাজ বণিক বই ক্রয়ের জন্য ১ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।
সভা শেষে সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবু লিটন চন্দ্র পাল মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং তাঁকে ফুলের শুভেচ্ছা জানান ফেনী জেলা কমিটির নেতৃবৃন্দ। পরে ফেনীর একটি চাইনিজ রেস্টুরেন্টে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় ও চা চক্রের আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বাবু লিটন চন্দ্র পাল সংগঠনকে আরো গতিশীল করার জন্য বেশ কিছু দিক নির্দেশনা প্রদান করেন। মতবিনিময় শেষে ফেনী জেলা কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুমন সরকারকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকসহ জেলা নেতৃবৃন্দ।