
দাগনভূঞায় গরু চুরির অভিযোগে মোঃ মনছুর আহাম্মদ প্রকাশ লিটন মিয়াকে (৩৮) গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মানিক দেব নাথ সঙ্গীয় ফোর্স রামনগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা থেকে শনিবার ভোর রাতে গ্রেফতার করে। জানা যায় লিটন একাদিক মামলার আসামি। এসময় ৩টি গরুসহ একটি পিকআপ উদ্ধার করে থানা পুলিশ।গরুর মালিক বলয় চন্দ্র পাল (৪২) বাদি হয়ে মামলা করেন নং ০১। লিটন মিয়াকে ১ম আসামি ও ৪/৫ জনকে অগ্যত করে এ মামলা করা হয়েছে। ঘটনাস্থল বাদির বসত বাড়ির ঘোয়াল ঘর। থানার ওসি (তদন্ত) পার্থ প্রতিম দেব ধৃত আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।