ফেনীতে চার মাদকসেবীর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এন.এম আব্দুল্লাহ আল মামুন চার মাদকসেবীর প্রত্যেককে সাত দিন করে কারাদন্ড ও একশত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো- ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের মো. আব্দুস সুবহানের ছেলে আবুল খায়ের (৫০), সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের শামসুল হকের ছেলে মোহাম্মদ হানিফ দুলাল (৩৫), লক্ষ্মীপুর জেলার কমল নগর উপজেলার মোহাম্মদ সবুজের ছেলে মোহাম্মদ রিপন (২৫) ও ফরিদপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমির হোসেনের ছেলে মোহাম্মদ বিল্লাল (৩৫)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কমল কুমার সেন জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার বিকেলে পৌরসভা সংলগ্ন শ্যাম নাহার গার্ডেন এর সামনে থেকে চার মাদক সেবনকারীকে আটক করে। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করলে তারা নিজেদের দোষ স্বীকার করে নেয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন
এসময় আটককৃত প্রত্যেককে সাত দিন করে কারাদন্ড ও একশত টাকা করে অর্থদণ্ড করা হয়।
পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়।