পেয়ার আহাম্মদ চৌধুরীঃ-ফেনীর পরশুরামে এক রাতেই ৫ দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনার সপ্তাহ শেষ হওয়ার আগেই আবারও চুরি। এবার পরশুরাম বাজারে ছাগলনাইয়া রোড়ে অবস্থিত পরশুরাম কমিউনিটি এন্ড সেমিনার সেন্টারে মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে চুরির ঘটনা ঘটেছে।
পরশুরাম কমিউনিটি সেন্টার এন্ড সেমিনার সেন্টারের সর্বাধিকারী আরিফ রহমান জানান, মঙ্গলবার রাতে তার সেন্টারে ব্যবহারিত পানির মোটর, সেন্টারের ক্রোকারিজ মাল, বৈদ্যুতিক পাখা ও সিএনজির ব্যাটারি সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
তিনি আরো জানান, গত কয়দিন আগেও পরশুরাম বাজারের মেইন রোডে অবস্থিত নকিয়া টেলিকম মাছুম মিয়ার দোকান, দাউদ মিয়ার দোকান ইসলামি ব্যাংকের সামনে সামছুল হক সোহেলের দোকানে চুরি হয়েছে। সোহেলের পাশ্ববর্তী দোকান রিজমের দোকানেও তালা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়ে চলে যায়। একে দোকানে ৫/৬মাস আগেও চুরি করে নগদ টাকা সহ মালামাল নিয়ে যায়। এসব দোকান থেকে নগদ টাকা, মোবাইল ফোন সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরির করে নিয়ে গেছে। এছাড়াও কলেজ রোডেও একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
১ রাতে ৫টি দোকান চুরি হয়েছে এখনো কোন চোর ধরা পরেনি। এভাবে ব্যবসায়ীদের ক্ষতি হতে থাকলে তাদের ব্যবসা গুঠিয়ে বাড়িতে না খেয়ে পরে থাকতে হবে বলে জানান আরিফ।
পরশুরাম হাসপাতাল রোড়ে অবস্থিত অশ্রু জেনুইন স্টোর এর স্বর্তাধিকারী ইকবাল হোসেন চৌধুরী অশ্রু জানান পরশুরাম বাজারে আশংকা জনক হারে দোকানে চুরির ঘটনা ঘটছে। তিনি জনপ্রতিনিধি পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী সমিতির নেতাদের কাছে নৈশ প্রহরীর টহল বাড়ানোর দাবি জানান।
সম্প্রতিকালে আশংকা জনক ভাবে পরশুরাম উপজেলার বিভিন্ন স্থানে চুরি ডাকাতির ঘটনায় মঙ্গলবারের আইন শৃংখলা সভায় ক্ষোভ প্রকাশ করেছেন আইনশৃংখলা কমিটির সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি সহ কমিটির সদস্যরা। বক্তরা চুরি ডাকাতি ঠেকাতে পরশুরাম বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদারের দাবি জানান। আইনশৃংখলা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইয়াছমিন আকতার চুরি ডাকাতি ঠেকাতে পুলিশ প্রশাসনকে টহল জোরদারের নির্দেশনা দেন। এছাড়াও বাজার বনিক সমিতির নাইট গার্ডদের টহল জোরদার করতে নির্দেশনা দিয়েছেন।
এছাড়াও প্রতিটি সরকারী অফিসের নৈশ প্রহরীকে তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয় অন্যথায় নৈশ প্রহরীদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা নেয়ার হবে বলে সতর্ক করেছেন।
জানা যায়, পরশুরাম বাজারে সম্প্রতিকালে বিভিন্ন স্থানে চুরি ডাকাতির ঘটনা ছাড়াও আশংকা জনক ভাবে সিএনজি ও মোটর সাইকেল চুরির ঘটনা ঘটছে।ফেনীর