দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর (ফেনী শাখার অধীনে পরিচালিত) উপশাখার উদ্বোধন অনুষ্ঠান সোমবার ২৫ জানুয়ারি সকালে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফেনী শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোহাম্মদ নুরুল করিম। সভায় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব নোয়াখালী জোন মাহমুদুর রহমান সিডিসিএস এর সভাপতিত্বে ও ফেনী শাখার অফিসার মোহাম্মদ আবদুল হামিদ পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জায়লস্কর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন, সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, দাগনভূঞা শাখার ভাইস প্রেসিডেন্ট মোঃ জাফর উদ্দিন, সিলোনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান ও সিলোনিয়া শাখার ইনচার্জ মোঃ মোসলেহ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে আগত অতিথিরা ফিতা কেটে সিলোনিয়া উপশাখার শুভ উদ্বোধন করেন।