মোঃ হাবিবুল ইসলাম রিয়াদ: নির্বাচন কালীন ইচ্ছা থাকলেও আপনাদের এ ওয়ার্ডে তেমন একটা আসা হয়নি। কারণ এখানে ছিল দস্যু ও সন্ত্রাসীদের আখড়া। নির্বাচন পরবর্তী আপনাদের ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমি এসব নির্মুল করতে পেরেছি। সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উন্মুক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্যে চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো এসব কথা বলেন। রবিবার বিকালে অনুষ্ঠিত এ উম্মুক্ত ওয়ার্ড সভা চানমিয়ার দোকান দক্ষিণ চর সাহাভিকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। চরদরবেশ ইউনিয়ন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে উন্মুক্ত ওয়ার্ড সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার সার্কেল সাইকুল আহম্মেদ ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক এস এম সেলিম রেজা, আওয়ামীলীগ নেতা এম এম তালেব আলী, চরদরবেশ ইউপি সচিব সালাহ উদ্দিন, চরদরবেশ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মাইন উদ্দিন লিটন প্রমুখ। সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা এয়াকুব আলী।.