মোঃ হাবিবুল ইসলাম রিয়াদ, সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামের রজি বেপারী বাড়ির মৃত আহম্মদ উল্যার বসত ঘর অগ্নিকান্ডে পুঁড়ে ছাই হয়ে যায়। শনিবার রাতে এ অগ্নিকান্ড ঘটে। এতে দশ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
খবর পেয়ে আজ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন, মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউজ্জামান বাবু। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র তুলে দেন, আরো সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এছাড়াও ক্ষতিগ্রস্তদের সহায়তায় ভিত্তবানদের এগিয়ে আসার আহবান জানায়।