মোঃ হাবিবুল ইসলাম রিয়াদ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনী জেলার সোনাগাজীতে মুজিববর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির আশ্রহীন প্রকল্প ২ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটিই বিশ্বে গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর করে দেওয়ার সবচেয়ে বড় কর্মসূচি। এর মধ্য দিয়ে পৃথিবীতে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ।
শনিবার (২৩ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন দের মাঝে গৃহ ও ভূমি হস্তান্তরের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধাপে ৩৫ জন কে চাবি হস্তান্তর করেন।
সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ড. মঞ্জুরুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, ভাইস চেয়ারম্যান (মহিলা) জোবেদা নাহার মিলি, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উৎপল দাস, উপজেলা আ'লীগের সভাপতি মফিজুল হক। চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো।