সাধন নাথ ঃ গত ১০ ডিসেম্বর সকালে ফেনী সদর হাসপাতাল মোড়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন ফেনী জেলা আঞ্চলিক শাখা ও ফেনী সদর উপজেলা শাখার যৌথ উদ্দ্যোগে মানববন্ধন, র্যালি, মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়। র্যালি শেষে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আঞ্চলিক শাখার সভাপতি মানবতাবাদী নুরুজ্জামান হাজারী। বিশেষ অতিথি ছিলেন জেলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রবিউল হক রবি, নাজমুল হক (রেঁনেসা বাংলাদেশ)। ফেনী সদর উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতি লাল শীলের পরিচালনা উক্ত সভায় বক্তব্য রাখেন মাষ্টার আবুল কালাম, মহিউদ্দিন, সাধন নাথ, স্বপন চন্দ্র দাস, কামরুজ্জামান হাজারী, কাজী শাহ আলম মজুমদার, হুমায়ুন কবির, প্রদীপ চন্দ্র দাস, রিপন মজুমদারসহ জেলা আঞ্চলিক ও সদর উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। এই সময় আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তাগণ মুক্তিযুদ্ধের মূল চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সব ধরণের অন্যায়-অবিচারের অবসান ঘটাতে মানবাধিকার কর্মীসহ বাংলাদেশের সর্বস্তরের জনগণকে সংগঠিত হয়ে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।