বাংলাদেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠাবার্ষীকিতে করোনাকালীন সম্মুখ যোদ্ধা হিসেবে ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের অনন্য ও গৌরবময় ভূমিকার জন্য পত্রিকাটির কতৃপক্ষ সম্মাননা ও অভিনন্দন জানিয়েছে।
সহায়ের পক্ষে এই সম্মাননা গ্রহন করেন সহায়ের অন্যতম উপদেষ্ঠা সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া,সহায়ের সভাপতি মন্জিলা মিমি সহ-সভাপতি জুলহাস তালুকদার, ইয়াসির আরাফাত রুবেল সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক রিমন কার্যকরী সদস্য মামুন মিয়াজী সহ অন্যরা।এসময় ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহায়ের পক্ষ থেকে পত্রিকাটির অগ্রযাত্রায় শুভ কামনা।এই সম্মাননা সহায়ের প্রতিটি সদস্যকে আগামীতে স্বেচ্ছায় মানবিক কর্মকান্ডে অনুপ্রেরণা যোগাবে।প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের ভাই Abu Taher ও প্রথম আলো ফেনী বন্ধ সভার বন্ধুবর সভাপতি শেখ আশিকুন্নবী সজিব সহ আজকের অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্ট সবেইকে জানাই শুভেচ্ছা।
করোনার শুরু থেকে স্বেচ্ছায় ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সহায়য়ের সদস্যরা আগত রোগীদের সহযোগিতা করতে গিয়ে আমি সহ সহায়রে আরো তিনজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে।এদের মধ্যে সহায়ের সহ-সভাপতি ইয়াসির আরাফাত রুবেল, আমি, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পারভেজ ও কার্যকরী সদস্য মামুন মিয়াজী। আল্লাহর রহমতে এখন সবাই সুস্থ আছে।