পেয়ার আহাম্মদ চৌধুরীঃ- ফেনীর পরশুরামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে করাতকলের লাইসেন্স না থাকায় দুটি স’মিল বন্ধ করে দেয়া হয়েছে।
পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু -এমং মারমা মং এর নেতৃত্বে মঙ্গলবার ( ৩ নভেম্বর ) অভিযান পরিচালনা করে পরশুরাম বাজারের ডাকবাংলা মোড় এলাকায় সুবার বাজার চৌমুড়ীতে কফিল উদ্দিন স’মিল এবং ইব্রাহিমের স’মিল বন্ধ করে দেয়া হয়েছে।
এছাড়াও পরশুরাম বাজারের সুবার বাজার সহ বিভিন্ন এলাকায় অবস্থিত সকল স’মিল মালিককে দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স করতে এবং রাস্তা থেকে ১২ ফুট দুরে কাঠ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। রাস্তার পাশে কাঠ রাখায় যানচলাচলে বিঘ্ন ঘটায় ইতিপূর্বেও একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স’মিল মালিকদের সতর্ক করে দিয়েছেন। আাদালতের অভিযান শেষে পুনরায় তারা রাস্তার উপর কাঠের টুকরা রাখে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন উপজেলা বনকর্মকর্তা আবু নাছের জিয়াউর রহমান সহ পরশুরাম মডেল থানার পুলিশ সদস্যরা।