ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের নৈরাজপুরে অভিযান পরিচালনা করে প্রায় ৩ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ ও জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ সরবরাহের অপরাধে তিন পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফরহাদ নগর ইউনিয়নের নৈরাজপুর গ্রামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান এই অভিযান পরিচালনা করেন।
সকাল ১০ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত পরিচালিত অভিযানে মহাসড়ক সংগলগ্ন রাজ নগর এলাকার অভিমুখ থেকে শুরু করে নৈরাজপুর গ্রামের রফিক মাষ্টার বাড়ি পর্যন্ত প্রায় দেড় ইঞ্চি ব্যাসার্ধের তিন কিলোমিটার অবৈধ পাইপ লাইন অপসারণ করা হয়।
এলাকাবাসী জানায়, প্রায় মাস খানেক আগে নৈরাজপুর গ্রামের গাজী টিপু সুলতানের ছেলে সজিব মিলন নামের কোনো এক ঠিকাদারের যোগসাজশে গ্রামে এই অবৈধ গ্যাস লাইন সরবরাহ করে। এবং ৪৫ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে এলাকার ৮ থেকে ১০ পরিবারকে গ্যাস সংযোগ প্রদান করে। এই বিষয়ে মুঠোফোনে সবুজের কাছে জানতে চাইলে প্রাথমিকভাবে সে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে এছাড়া মিলন নামের কোনো এক ঠিকাদার সহ এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকার কথা জানায়।
পরে অবৈধ গ্যাস সংযোগ সরবরাহের অপরাধে নৈরাজপুর গ্রামের দুলা হাজী বাড়ির রেজিয়া বেগমকে ২০ হাজার, তাসলিমা আক্তারকে ২০ হাজার ও রফিক মাষ্টার বাড়ির ছকিনা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে অভিযানের সময় আত্মগোপনে চলে যাওয়া অন্যান্য গ্রাহকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান।
অভিযান পরিচালনাকালে বাখরাবাদ গ্যাসের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো: সোলায়মান, উপ মহা ব্যবস্থাপক সগির আহমেদ, উপ-ব্যবস্থাপক (রাজস্ব) আবুল বাশার ভুঁঞা, ফরহাদ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু সহ পুলিশ,র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।