স্টাফ রিপোর্টার ঃ মুজিববর্ষের মূলমন্ত্র ‘কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে ফেনীতে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর শনিবার সকালে এ উপলক্ষে নবনির্মিত হাইওয়ে থানা চত্বরে আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং ডে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসআই জসিম উদ্দিনের সঞ্চালনায় কমিউনিটি পুলিশিং ডে ২০২০মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিলা রিজিওন হাইওয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন ফেনী মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান খান, আন্ত:জেলা বাস মালিক সমিতির সভাপতি ও ষ্টার লাইন গ্র“পের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন। ফেনী জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি গোলাম নবী, সাধারণ স¤পাদক মোজাম্মেল হক চৌধুরী, ফেনী পৌরসভার প্যনেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি। ফেনী জেলা ট্রাক মিনি ট্রাক সমিতির সভাপতি মোহাম্মদ আলি, আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক আজম খান, মহিপাল হাইওয়ে কমিউনিটি পুলিশিং এর কার্যকরী সভাপতি নুরুল হুদা প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ১ বছর হাইওয়ে পুলিশ কোন মামলা দেয়নি। তবে খুব তাড়াতাড়ি দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। যারা আইন অমান্য করে নসিমন, করিমন, ইজি বাইক, টমটম, সিএনজিসহ এ সকল যানবাহন হাইওয়েতে চালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও হাইওয়ে আইন অমান্যকারী গাড়ী চালকদের বিরুদ্ধে যেসব মামলা, জরিমানা ও কাগজপত্র জব্দ করা হয় সে সবের ঝামেলা এড়াতে হাইওয়ে পুলিশ তাদের অনলাইন এ্যাপস্ এর মাধ্যমে তা পরিশোধ করবে। সে ক্ষেত্রে গাড়ী চালকদের কাগজপত্র জব্দ করা হবে না। আর তাদের এসব কাগজপত্র আনতে থানায় যেতে হবে না। অনুষ্ঠান শেষে ফেনী জেলা ট্রাক মিনিট্রাক পিকাপ ও কভারভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীকে ২০২০ সালের কমিউনিটি পুলিশিং ডে সম্মাননা স্মারক প্রদান করেন হাইওয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম।