স্টাফ রিপোর্টার
সুকুমার চৌধুরী ফাউন্ডেশনের পরিবেশনায়, বিশ্ব দুর্গা পূজা ও অনলাইন টেলিভিশন “মন্দির টিভি” আয়োজিত সেরা সুরক্ষিত পূজা ‘শারদ সম্মান-২০২০’ নির্বাচন এর দ্বায়িত্ব পালন করেন শারদাঞ্জলি ফোরাম, ফেনী জেলা শাখা।
শারদাঞ্জলি ফোরামের মন্দির পরিক্রমা কমিটির সার্বিক বিবেচনায় এবার ফেনী জেলায় সেরা সুরক্ষিত পূজা “শারদ সম্মান-২০২০” এ ভূষিত হন ফেনী বাঁশপাড়া কোয়ার্টার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির। বাঁশপাড়া কোয়ার্টার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির কমিটি ও দুর্গোৎসব কমিটির নেতৃবৃন্দের হাতে গত ২৬ অক্টোবর বিজয়া দশমীর দিন বেলা ১টায় মন্দির প্রাঙ্গণে এ পুরস্কার প্রদান করেন শারদাঞ্জলি ফোরাম ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ।
ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী বাঁশপাড়া মন্দির কমিটির সভাপতি অরুন চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক দিলীপ কুমার দে, দুর্গোৎসব পরিচালনা কমিটি সভাপতি শ্রী মিহির কর্মকার, সাধারণ সম্পাদক শ্রী অরূপ বিশ্বাস (ছোটন), শারদাঞ্জলি ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি শুভরাজ বণিক, সাধারণ সম্পাদক প্রবীর শীলসহ উভয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে শারদাঞ্জলি ফোরামের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বাঁশপাড়া কোয়ার্টার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির ও দুর্গোৎসব কমিটির নেতৃবৃন্দ।