দোকানে মূল্য তালিকা হালনাগাদ না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে সোনাগাজী বাজারের ৩ মুদি দোকানীকে আট হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চলমান নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির তদারকির অংশ হিসেবে সোমবার সোনাগাজীতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমার নেতৃত্বে একটি টিম।
এইসময় নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকার হালনাগাদ না করায় তিনটি দোকানের মালিককে জরিমানা আরোপ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সহ সোনাগাজী থানার একটি টিম।