হকার্স রিপোর্টার সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলা শাখার আয়োজনে মানববন্ধনে বক্তাগণ বলেছেন, ধর্ষন-নিপীড়ন সহ যেকোন ধরনের অপরাধ সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। এসব ক্ষেত্রে দল-মত ভেদাভেদ ভুলে নাগরিকদের স্বোচ্চার হতে হবে। তারা ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড অবিলম্বে কার্যকর এবং দেশব্যাপী ক্রমবর্ধমান নারী নির্যাতনকারীদের দ্রুততম সময়ে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে ঘন্টাব্যাপী মানববন্ধন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন অংশ নেন। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট লক্ষন বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোতালেব, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইকবাল আলম, যমুনা টিভি ও আমাদের সময় প্রতিনিধি আরএম আরিফ রহমান, দৈনিক স্টার লাইন সহযোগি সম্পাদক জসিম মাহমুদ।
আরো বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, সুজন পৌর কমিটির সভাপতি সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক ইমন উল হক, ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক আউয়াল চৌধুরী, পূবালী সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান সমন্বয়ক সমর জিৎ দাস টুটুল, সংগীত শিল্পী শান্তি চৌধুরী, নাট্য সংগঠক ইকবাল আহমদ পরান, ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহজালাল ভূঁইয়া, বন্ধুর বন্ধন সাধারণ সম্পাদক জিএম তাজউদ্দিন পলাশ, ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন রবিন, সহায় সভাপতি মঞ্জিলা আক্তার মিমি, প্রথম আলো বন্ধুসভার সভাপতি শেখ আশিকুন্নবী চৌধুরী সজিব, বিডিক্লিন সমন্বয়ক ফখরুল ইসলাম রাহাত ও সদস্য সুলতানা আক্তার রাহি প্রমুখ।
এছাড়া মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু তাহের, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক যতন মজুমদার, ফেনী প্রেস ক্লাব একাংশের সাবেক সাধারণ সম্পাদক এন এন জীবন, মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট মিজানুর রহমান সেলিম, শিল্পতীর্থ সম্পাদক হুমায়ুন মজুমদার, সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি এম. শরীফ ভূঞা, জাতীয় কবিতা পরিষদ সাধারন সম্পাদক কবি উত্তম দেবনাথ, নারী নেত্রী সাহিদা সাম্য লীনা, আবৃত্তি শিল্পী মনিকা রায়, চারুশিল্পী সুনীল দেবনাথ, আমরা আমরাইতো সংগঠনের সভাপতি কাজী আফতাবুল ইসলাম, ফেনী সাইক্লিষ্ট প্রমুখ।