সোনাগাজী প্রতিনিধি, ৬ অক্টোবর
বিভিন্ন দুর্নীতি- অনিয়মের অভিযোগে ফেনীর সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আরেফিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।বহিস্কৃত শামছুল আরেফিন সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক।
মন্ত্রনালয়ের উপসচিব ইফতেখার আহমদ চৌধুরী ৬ অক্টোবর এ বিষয়ে লিখিত আদেশ জারী করেন।
এর আগে গত ১৭ মে আয়োজিত একটি বিশেষ সভায় সোনাগাজী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আরেফিনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার ১২ ইউপি সদস্য আব্দুস ছালাম খোকন, ইমাম উদ্দিন গঠন, তাজুল ইসলাম ফরিদ, মঞ্জু রানী দেবী,সফি উল্যা,জোসনা আরা, নুর ইসলাম, মোশারফ হোসেন শেখ, মো: আব্দুল্যাহ, নুরেন নাহার, আবু বক্কর সিদ্দিক, আব্দুস সালাম অনাস্থা আনেন ।
ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মন্জুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চেয়ারম্যানের নানা অনিয়ম ও মেম্বারদের অনাস্থার ঘটনা সরেজমিন তদন্তে সত্যতা পাওয়ায় চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।