বৃক্ষ নেই প্রাণের অস্তিত্ব নেই, বৃহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাকে সবুজে শ্যামলে ভরিয়ে দিতে, পরিবেশকে সুশীতল ও বাসযোগ্য করে গড়ে তোলার েেত্র বৃরোপণ কর্মস‚চির কোনো বিকল্প নেই।
পরিবেশের ভারসাম্য রা ও বজ্রপাতে মোকাবেলায় দেশে বিভাগীয় পর্যায়ে তালবীজ রোপন কর্মস‚চি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রাঙ্গনে তালবীজ রোপন কর্মস‚চির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় কর্মস‚চির উদ্বোধন করেন ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্য গ্রুপ ক্যাপ্টেন মুনিম খান মজলিস বিপিসি, পিএসসি, এটিসি। এসময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। কলেজের এ্যাডজুট্যান্ট ইমতিয়াজ মো. ফয়সাল, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মো. তোফায়েল আহমেদ চৌধুরী, প্রকল্প মনিটরিং অফিসার আবু নঈম মো. সাইফুদ্দিন, ফেনী প্রেসকাবের সভাপতি ও ডেইলি অবজারভার ও ডিবিসি নিউজের ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক ঈশাতুন নাদীরা পারভীন।
তালবীজের চারা রোপন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য : ফেনীর প্রতিটি উপজেলায় ৫০০ করে ছয় উপজেলায় তিন হাজার তালবীজের চারা রোপন কার্যক্রম চলমান রয়েছে।