ফেনীতে প্রায় ১৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর নাম মনির হোসেন (৩০)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের দূর্গপুর গ্রাম এলাকার বাসিন্দা। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকসা জব্দ করা হয়েছে। র্যাব সুত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঁঞা উপজেলার মাতুভূঁঞা সেতু এলাকায় ফেনীর দিক থেকে নোয়াখালীগামী একটি সিএনজি চালিত অটোরিকসা তল্লাশী করে র্যাব সদস্যরা। এ সময় ওই অটোরিকসার ভেতর থেকে একটি বস্তায় থাকা ১৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত ওই অটেরিকসাটি জব্দ করা হয়েছে। র্যাব-৭, ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও ফ্লাইট ল্যাফটেন্যান্ট আলী আশরাফ তুষার ১৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এটনায় দাগনভূঁঞা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের ও আসামীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।