ফেনী সদর উপজেলার ধলিয়ায় গৃহহীনদের ঘর নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন নৌ সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী। সোমবার পরিদর্শনকালে জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে নৌ পরিবহন সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে আগামী ২০ অক্টোবরের মধ্যে নির্মাণাধীন দুটি ঘর বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন।
প্রকল্পের ঠিকাদার মোহাম্মদ আফতাবুল ইসলাম জানান, দুটি বেড রুম, একটি বড় বরাদ্ধ, একটি বাথরুম, একটি পাকঘর নির্মাণ করা হবে। নির্মাণ কাজ শেষে জেলা প্রশাসনকে ঘর দুটো বুঝিয়ে দেওয়া হবে। প্রতি ঘর নির্মাণে ব্যয় বরাদ্ধ ১ লাখ ৭১ হাজার টাকা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে দেশে কোনো গৃহহীন থাকবে না-এই প্রত্যয়ে গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ধলিয়ার মোহাম্মদপুর এলাকার মিয়াজী বাড়িতে অসহায় শারীরিক প্রতিবন্ধী মিজানুর রহমান ও ছিদ্দিক ড্রাইভার বাড়ির বিধবা লুৎফর নাহারের জন্য দুটি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।