ফারুক আহমদ শামীম
মহামারী করোনাভাইরাসের প্রভাবে অর্থনৈতিক ক্ষতি ও উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার নির্দেশনা দিয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা যেন জনগণের পাশে থাকেন।
জনপ্রতিনিধি ছাড়াও জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ময়দানে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নিবেদিত কর্মী হিসেবে নিরলসভাবে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন অনেকেই। দেশের মানুষ এদের ভালবাসায় সিক্ত হয়েছেন।
করোনার এই ক্লান্তি লগ্নেও মানুষের জন্য নিবেদিত প্রানে এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় পাশে ছিলেন ৫নং মহামায়া ইউপি সদস্য জমির উদ্দিন বাবু।
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ইউপি সদস্যদের মধ্যে অন্যতম সংগঠক ফেনী জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও ৫নং মহামায়া ইউনিয়ন পরিষদের সদস্য জমির উদ্দিন বাবু। ছাত্রলীগের অন্যতম সংগঠক জমির উদ্দিন বাবু'র সাক্ষাৎকার নিয়েছেন হকার্স পত্রিকার ছাগলনাইয়া প্রতিনিধি ফারুক আহমদ শামীম।
সাক্ষাৎকারে জমির উদ্দিন বাবু বলেন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ভাই আমাকে জনপ্রতিনিধি হওয়ার জন্য সাহস যুগিয়েছেন। তার সাহসে উজ্জীবিত হয়ে মানবতার কল্যাণে কাজ করতে এগিয়ে আসি।
জনপ্রতিনিধি হওয়ার জন্য পারিবারিক সাপোর্টের কথা জানতে চাইলে তিনি বলেন, আমার বাবা অনেক সাপোর্ট করেছিলেন, আম্মা তেমন সাপোর্ট করেননি বয়স কম হওয়ার কারণে। সর্বোচ্চ সাপোর্ট করেছিলেন আমার প্রয়াত শ্রদ্ধেয় বড় ভাইয়া। বড় ভাইয়া আমাদের মাঝে নেই, আল্লাহ ভাইয়াকে জান্নাত বাসি করুক।
নির্বাচিত হওয়ার পর উল্লেখযোগ্য এলাকায় উন্নয়ন মুলক কাজ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সকল সদস্যদের থেকে আমার এলাকায় উন্নয়ন কাজ বেশি করেছি। আমার নির্বাচনী ওয়ার্ড ছাড়াও পুরো ইউনিয়ন জুড়ে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ভাইয়ের সহযোগিতায় সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি এবং আমার এই চেষ্টা অব্যাহত থাকবে।
নির্বাচনী ওয়াদায় কতটুকু কাজ সমাপ্ত করতে পেরেছেন এই প্রশ্নের জবাবে জমির উদ্দিন বাবু বলেন, আমার নির্বাচনী ওয়াদা ছিলো দু'টি ন্যায়বিচার প্রতিষ্ঠা করা ও গরিবের হক সুষম বন্টন করা। নির্বাচনী ওয়াদা আমি পরিপূর্ণভাবে আদায়বকরতে সক্ষম হয়েছি। ইতোমধ্যে, ফেনী ১আসনের সংসদ সদস্য ও ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যানের সার্বিক তত্তাবধানে আমার নির্বাচনী এলাকায় সোলার লাইট, রাস্তা মেরামত, গার্ড ওয়াল, কবরস্থান উন্নয়ন, মসজিদ উন্নয়ন করা হয়েছে।
পরিকল্পিত কাজের মধ্যে কি কি রয়েছে জানতে চাইলে তিনি বলেন, একটি রাস্তা কার্পেটিং করা মাটিয়াগোধা থেকে পশ্চিম দেবপুর হয়ে রাস্তাটি বক্তারহাটে যাতায়াতের মুল ফটক। এই রাস্তাদিয়ে যাতায়াত করে মহামায়ার সর্বোচ্চ বিদ্যাপীঠ চাঁদগাজী স্কুল এন্ড কলেজ ও মাদরাসা'র অধিকাংশ শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। সকলের যাতায়াতের সুবিধার্থে রাস্তাটি কার্পেটিং করা একটি ব্রিজ পূর্ন নির্মাণ ও একটি নতুন স্কুল ভবন বিদ্যাকুঠির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ করার পরিকল্পনা করেছি।
এলাকায় বাল্যবিবাহ ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে অনেক সচেতন রয়েছি, বিগত দুই তিন বছর যাবত আমার ওয়ার্ডে এমন অপ্রীতিকর কাজ করতে দেয়নি। শিক্ষা কার্যক্রমে ভুমিকা রাখার চেষ্টা করে যাচ্ছি। যখনি কেউ বলে তার সন্তান টাকার অভাবে পড়াশোনা করা সম্ভব হচ্ছে না, তখনি ব্যক্তিগত ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। সুশিক্ষা প্রতিষ্ঠার লক্ষ্যে পুরো ইউনিয়নে কাজ করে যাচ্ছি।
জনপ্রতিনিধি ছাড়াও জমির উদ্দিন বাবু ছাত্রলীগের সাথে জড়িত প্রায় ১২বছর। এসএসসি পরীক্ষার পর থেকেই ছাত্রলীগের নিবেদিত কর্মী হিসেবে কাজ শুরু করেন তরুণ প্রজন্মের অন্যতম সংগঠক জমির উদ্দিন বাবু। ছাত্র রাজনীতিতে আসার জন্য কি পারিবারিক ভাবে উৎসাহিত হয়েছিলেন তিনি। পরিবারের কেউ রাজনীতি না করলেও মুজিবীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগে যোগদান করেন ২০০৮ সালে।
সম্প্রতি ছাত্রলীগের দু'নেতা সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকায় দল থেকে বহিষ্কৃত হন এমন প্রশ্নের জবাবে জমির উদ্দিন বাবু বলেন, ছাত্রলীগ কখনো অন্যায়কে প্রশ্রয় দেনা, সে যাহোক তাকে অন্যায়ের সাজা পেতেই হবে। ছাত্রলীগ কখনো মাদককে সাপোর্ট করেনা, করবে ও না। সংগঠনের সংবিধান বিরোধী কার্যকলাপে যারাই যুক্ত হবে তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।
এসময় তিনি আরও বলেন, এলাকায় উন্নয়নের স্বার্থে জনগণ আমার পক্ষে অবস্থান নেওয়ায় ব বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন জমির উদ্দিন বাবু। কিছুদিন যাবত আমার বিরুদ্ধে কিছু ফেইসবুক আইডি থেকে অপ্রীতিকর পোস্ট করে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে সমাজের কিছু অসাধু ব্যক্তি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আগামীতে নির্বাচন করার ইচ্ছে আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষমতা মহান আল্লাহর দান, তার অশেষ মেহেরবানিতে আমার নির্বাচনী এলাকার মানুষ আমাকে যদি চায় আমি মানুষের কল্যাণে কাজ করার জন্য নির্বাচন করবো চেয়ারম্যান পদে।
সর্বসাধারণের জন্য ঈদ সচেতনতায় সকলের প্রতি অনুরোধ করে জমির উদ্দিন বাবু বলেন, স্বাভাবিক সময়ের মতো করে ঈদ উদযাপন ও ঈদের সালাত আদায় করার পরিবেশ নেই বিধায় আপনাদের মতো আমিও ভীষণভাবে ব্যথিত। অবশ্যই পবিত্র ঈদুল আজহার পবিত্রতা রক্ষা করবেন। নির্ধারিত স্থানে পশু কোরবানি দিতে ও যত্রতত্র আবর্জনা না ফেলার আহ্বান জানিয়েছেন তিনি। অযথা হাটে-বাজারে, দোকানপাটে আড্ডা- ঘোরাঘুরি থেকে বিরত থাকবেন, জনসমাগম এড়িয়ে চলবেন।
আপনারা কোনভাবেই আতংকিত হবেন না, মনোবল বজায় রাখুন। আল্লাহর উপর ভরসা করুন। পরিবারকে বেশি বেশি সময় দিন। পবিত্র জিলহজ্জ মাস দোয়া কবুলের উপযুক্ত সময়। তাই, আপনারা মহান আল্লাহর নিকট বেশি বেশি প্রার্থনা করুন, মহান সৃষ্টিকর্তা কে স্মরণ করুন। আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে এবং বিশ্ববাসীকে যেনো করোনাসহ যেকোনো বিপদ ও মহামারী থেকে মুক্তি দেন।