পেয়ার আহাম্মদ চৌধুরী(ফেনী) পরশুরামঃ ফেনীর পরশুরামের করোনাজয়ী গনমাধ্যম কর্মী আবদুল মান্নান রাজু ও তার শিশুপুত্র তাওহিদ বিন এএম নিহাল ও আল গাফফার আনোয়ারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
বুধবার(৩ জুন) দুপুরে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের কিসমত টেটেশ্বর গ্রামের বাড়িতে করোনা থেকে সুস্থ হয়ে ফিরে আসায় বণিক বার্তার গ্রাফিক্স ডিজাইনার আবদুল মান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন আক্তার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আবদুল খালেক মামুন। এ সময় উপজেলা ভাইস-চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল,বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার ইন্দ্রজিৎ ঘোষ কনক, স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন হুমায়ন।
করোনা থেকে বেঁচে ফিরে আসা আবদুল মান্নান রাজু জানান,গত ১৪ মে ঢাকার বাসায় মা নাছিমা আক্তার(৬০) ব্রেন স্ট্রোক করে মারা যান। ওই দিনই গ্রামের বাড়ি কিসমত টেটেশ্বরে গ্রামবাসীর সহায়তায় মা'কে কবর দেয়া হয়।
এর কয়েকদিন পর আমার ও সাড়ে ৩ বছরের শিশুপুত্রের শরিরে জ্বর,মাথা ব্যথাসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। ১৭ মে করোনা পরীক্ষার জন্য পরশুরাম হাসপাতালে আমি ও আমার ছেলের নমুনা প্রদান করি। ১৮ মে আমাদের দু'জনেরই করোনা পজেটিভ আসে।
চিকিৎসকের পরামর্শে আমি আমার ছেলেকে নিয়ে আইসোলোশনে থাকা শুরু করি। গত দু'টি পরীক্ষায় আমি ও আমার ছেলের করোনা রিপোর্ট নেগেটিভ আসে।
করোনার তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন,কুসংস্কারে বিশ্বাসী গ্রামের কিছু মানুষ আমাকে ও আমার পরিবারকে নানাভাবে হয়রানির চেষ্টা করেছে। করোনা সম্পর্কে ভীতি দূর করতে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে।
এদিকে একই দিন চিথলিয়া ইউনিয়নের করোনাজয়ী আল গাফফার আনোয়ারকেও সংবর্ধণা দেয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।