ফারুক আহমদ শামীমঃ-
ফেনীর ফুলগাজী উপজেলার ৫নং আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুরে তাহের হুজুরের পোল্ট্রি ফার্মের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউসার (২০) এক যুবকের রহস্য জনক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গভীর রাতে একই গ্রামের বাসিন্দা মোঃ ইয়াসিন ড্রাইভারের পুত্র মোঃ কাউসার পোল্ট্রি ফার্মের বেড়ার সাথে বিদ্যুৎপৃষ্ট মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
সকালে এলাকাবাসী মোঃ কাউসারের মৃতদেহ খামারের বেড়ার সাথে লাশ পড়ে থাকতে দেখতে পায়। বন বিড়াল, কুকুর থেকে খামারের মুরগি রক্ষা করার জন্য খামারের কাঁটাতারে বিদ্যুতায়িত করা হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একব্যক্তি জানান, চুরি করার উদ্দেশ্যে রাতের অন্ধকারে খামারের কাঁটাতারের সংস্পর্শে এলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় যুবকের।
কাউসার খামারের সংশ্লিষ্ট কেউ ছিলনা বলে নিশ্চিত করেছেন আমজাদহাট ইউপি চেয়ারম্যান মীর হোসেন মিরু। তিনি বলেন তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত তথ্য বের হবে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোঃ কুতুব উদ্দিন কাউসারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।