মোঃ হাবিবুল ইসলাম রিয়াদ
সোনাগাজীতে ধান কাটার পরে এবার আউশ ধান রোপন করে দিল উপজেলা ছাত্রলীগ। চরচান্দিয়ায় করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়া কৃষকদের আউশ ধান রোপণ করে দিল সোনাগাজী উপজেলা ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেনের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা।
সোনাগাজী উপজেলা ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন ফাহাদের নেতৃত্বে ১৫জন নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শনিবার চরচান্দিয়া ইউনিয়নের মহেশ্চর গ্রামের অসহায় কৃষক নুরুল ইসলাম ২৮ শতাংশ জমির আউশ রোপন করে দিয়েছেন তারা।
ছাত্রলীগ নেতা ফাহাদ বলেন, মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাসে প্রভাবে খাদ্য সংকট দেখা দিতে পারে। তাই কোন জমি যেন অনাবাদী না থাকে। সে সুবাদে কৃষকের জমি শ্রমিক সংকটের কারনে অনাবাদী না থাকে তাই কেন্দ্রিয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী, জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনের অনুপ্রেরণায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব রবিন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মীর এমরানের সহযোগীতায় ধারাবাহিক কাজের অংশ হিসেবে আজকে কৃষক নুরুল ইসলামের জমিতে আউশ ধানের চারা রোপন করে দিই।
এসময় উপস্থিত ছিলেন চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু ছুপিয়ান ও ওয়ার্ড যুবলীগ নেতা নুর নবী প্রমূখ।