পেয়ার আহাম্মদ চৌধুরী(ফেনী)পরশুরামঃ করোনা ভাইরাসের থাবায় মানুষ এখন কঠিন মুহুত্ব অতিক্রম করছে, তাইতো কর্মহীন, গৃহবন্ধি হতদরিদ্র অসহায় প্রায় ৫ হাজার পরিবারের মাঝে মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল এবার ঘরে ঘরে পোঁছে দিচ্ছে সেমাই, চিনি, দুধ, চাল সহ খাদ্যসামগ্রী।
সালেহ উদ্দিন আহমেদ-হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে মেয়রের তত্ববধানে রোজার শুরুতে তিন হাজার পরিবারের মাঝে বিতরণ করেছেন ইফতার সামগ্রী। এছাড়াও মেয়র ব্যাক্তিগত তহবিল থেকে গত শবে বরাতের রাতে প্রায় প্রায় ৫হাজার পরিবারের মাঝে মুরগি ও মাছ বিতরণ করেছেন। গত ১৪মে প্রায় তিন হাজার পরিবারের মাঝে সবজি বিতরণ করেছেন। এছাড়াও উপজেলা, পৌর এলাকা এবং ইউনিয়ন পর্যায়ে বিশেষ টিম গঠন করে গত দেড়মাস ধরে বাড়ীতে বাড়ীতে পোঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী।
পরশুরাম পৌরসভার কাউন্সিলর এনামুল হক এনাম বলেন দুঃসময় যত কষ্টের হোক একদিন ঠিকই কেটে যাবে। কিন্তু পরশুরাম বাসী ভাগ্যবান পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেলকে কাছে পেয়েছেন। মেয়র দিন রাত অবিরাম মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি মহানুভবতা দেখিয়ে মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন।
জেলা পরিষদ সদস্য এম সফিকুল হোসেন মহিম জানান পরশুরামে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মহাসংকট কালে দরিদ্র, হতদরিদ্র, কর্মহীন, মধ্যবিত্ত, নিন্মবিত্ত সহ বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন মেয়র। তিনি ব্যাক্তিগত তহবিল থেকে করোনাকালে নগদ অর্থ, চাল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী দফায় দফায় বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে দৃষ্ঠান্ত স্থাপন করছেন।
পরশুাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল জানান সরকারি বরাদ্দ ছাড়াও ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ১শ টন চাল সহ ডাল, তেল, আলু, পেঁয়াজ,সবজি,মাছ,মুরগি সহ বিপুল পরিমান খাদ্যসামগ্রী একাধিকবার বিতরণ করেছেন। এছাড়াও মাক্স, হ্যান্ড স্যানিটাইজার, সাবান সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বাড়িতে পৌঁছে দিয়েছেন। মেয়র সাজেল চৌধুরী আরো জানান বিবেকের দায়বদ্ধতা থেকেই নিজ অর্থায়নে মানুষের পাশে থাকা। ছাত্রলীগের কর্মীবাহীনি দিয়ে রাতের আধাঁরে খাদ্যসামগ্রী প্রতিরাতে মানুষের ঘরে দিয়ে আসা অব্যাহত রয়েছে।