মোঃ হাবিবুল ইসলাম রিয়াদ
ফেনী জেলা সোনাগাজী উপজেলার
মতিগঞ্জ ইউনিয়নের সুজাপুর গ্রামের লোমিমিয়াজি বাড়ীর মোঃ মোস্তফা ও মোঃ ফারুক এর অসুস্থ বৃদ্ধা মা ফিরোজা বেগম (৭০) কে দুই পুত্রবধু শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্ষন্ত (ইফতারের আগ) রাস্তায় পেলে রাখে। বৃদ্ধা মহিলাটির ২ ছেলেই প্রবাসী অবস্থান রত। বড় ছেলে প্রাবাসী মোঃ মোস্তফার স্ত্রী-পারভিন আক্তার ও ছোট ছেলে প্রাবাসী মোঃ ফারুক এর স্ত্রী-লিপি আক্তার তাদের প্যারলাইসেস আক্রান্ত বৃদ্ধা শ্বাশুড়ি কে সকাল থেকে ইফতারের আগ পর্ষন্ত ঘরের বাহিরে রাস্তায় পেলে রাখে। বাড়ির মানুষ ও এলাকাবাসি দেখে মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ রবিউজ্জামান বাবু কে ফোনের মাধ্যমে বিষটি অবগত করেন। চেয়ারম্যান তাতক্ষনিক খরব পেয়ে ঘটনার স্থলে ছুটে আসেন। এবং বৃদ্ধ মাকে বুকে টেনে নেন। উপস্থিত বাড়ির ও সমাজের সবার সামনে বৃদ্ধার দুই পুত্রবধুকে ডেকে এনে কড়া ভাষায় তাদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুশিয়ারি দেন। এবং চেয়ারম্যান তার বাড়িতে নিয়ে যেতে চায়। এক পর্যায় প্রবাসীদের স্ত্রী নিজেদের ভুল স্বীকার করে শাশুড়ি কে ঘরে ফিরিয়ে নেয়।
চেয়ারম্যান চেয়ারম্যানের নির্দেশ ক্রমে বোরণ পোশন হিসেবে প্রত্যেকে ছেলে কে ১মাস করে দায়িত্ব দেয়া হয়। চেয়ারম্যান বলেন বৃদ্ধার দুই প্রবাসী ছেলে ও ছেলেদের স্ত্রী যদি এগুলো করতে ব্যর্থ হয় বা অপারগতা স্বীকার করে তাহলে আগামীতে আমি বৃদ্ধাকে আমার বাড়িতে নিয়ে যাবো। বৃদ্ধা মায়ের কোন অযত্ন না হয় সে জন্য ঐ বাড়ির মুরুব্বি আব্দুর রফ এবং সমাজের সভাপতি সাহাব উদ্দিন কে দায়িত্ব দিয়ে আসেন।