স্টাফ রিপোর্টারঃ পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে উত্তর মোহাম্মদ পুর গ্রামে সোহেলের নেতৃত্বে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ৭ মে বৃহস্পতিবার সকালে এহামলার ঘটনা ঘটে। এঘটনায় মোঃ ইসমাঈল হোসেন বাদী হয়ে সোহেলসহ আরো ৫ জনকে আসামি করে পরশুরাম মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
বাদীর লিখিত অভিযোগ এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, উত্তর মোহাম্মদ পুর গ্রামের ( বন্দে আলী ভুইয়া বাড়ী) মোঃ ইসমাঈল হোসেন এর সাথে একই বাড়ির বেলাল হোসেনদের সাথে দীর্ঘদিন যাবত জমি ও বিবিধ বিষয় নিয়া বিরোধ চলে আসছে। বাদী ইসমাঈল হোসেন বলেন, আমাকে অসহায় মনে করে সবসময় আমাকে ও আমার পরিবারকে হত্যাসহ ভয় কী ও মারমুখী হুমকি প্রদান করে আসছে। এসব ঘটনাকে কেন্দ্র করে আমরা বহুবার এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গকে জানাই। এলাকাবাসী বিবাদীদের ডাকিয়া ঘটনার বিষয় মীমাংসা করিয়া দিলেও বিবাদীরা এলাকার কাহারো মীমাংসায় তোয়াক্কায় না করিয়া বার বার বিরোধ করিতে থাকে। সর্বশেষ গত ৭ মে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী যখন সেহেরি ও ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যায় তখনই সোহেলের নেতৃত্বে সন্ত্রাসী হামলা হয়। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ঘরের দরজা খুলে ঘুমন্ত ইসমাঈলের পরিবারের উপর হামলা করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এঘটনায় সোহেলকে প্রধান আসামী করে অভিযোগ দায়ের করে। অন্যরা হলো - রেহানা আক্তার(৪৫) বেলাল হোসেন(৫০) রিয়াজ(২৫), হিরো(২৮), আরমান(২৭), দেলু (২৯)।