পেয়ার আহাম্মদ চৌধুরী(ফেনী) পরশুরামঃ করোনাভাইরাস পরিস্থিতিতে সারাদেশে চলমান সাধারণ ছুটির কারণে কর্মহীন হয়ে পড়েছেন সীমান্তের মানুষ। এসব কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের দেওয়া ত্রাণ বিতরণ করেছে পরশুরাম মজুমদারহাট ৪ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়ন।
আজ শনিবার(৯ মে) বিজিব'র ব্যবস্থাপনায় পরশুরাম সীমান্তবর্তী বাউরখুমা গ্রামের গরীব দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণসামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে ৬ কেজি চাল, ১ কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, ২ কেজি আটা, ১ প্যাকেট সুজি, ১ প্যাকেট লবণ এবং ১ প্যাকেট বিস্কুট দেওয়া হয়।
ফেনীর পরশুরাম উপজেলার মজুমদারহাট সীমান্তে বিলোনিয় স্মৃতিশোধ সংলগ্ন উত্তর বাউরখুমা সরকারি প্রাথমি বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসব ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের উপস্থিত ছিলেন ৪বিজিবি ফেনী ব্যাটেলিয়নের উপর অধিনায়ক মেজর সেলিমুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন মজুমদারহাট কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ শাহাআলম, মজুমদারহাট বিওপি কমান্ডার মোঃ কামালা হোসেন ও বিলোনীয়া স্থল বন্দর শ্রমীক দলের সভাপতি মোঃইব্রাহীম ভূইয়া প্রমূখ।
এসময় মেজর সেলিমুজ্জামান বলেন, ফেনীর পরশুরাম উপজেলায় বিজিবি ক্যাম্পের আওতাধীন এলাকায় সপ্তাহব্যাপী সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে সীমান্তবাসীর মাঝে বিদ্যানন্দের ত্রাণ বিতরণ করছে বিজিবি।