পেয়ার আহাম্মদ চৌধুরী,(ফেনী) পরশুরাম প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারির ভাইরাস (Covid-19) এর প্রাদুর্ভাবজনিত কারনে খাদ্য সংকট মোকাবিলায় পরশুরাম আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩শ’ দুস্থ, স্বেচ্ছাসেবী সদস্য-সদস্যাদের মাঝে মহাপরিচালক, আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী,মহোদয়ের পক্ষ হতে উপহার সামগ্রী প্রদান করেন ফেনী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বুধবার(৬মে) সকাল ১০টায় পরশুরাম উপজেলা চত্বরে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে সকল সদস্যদের মাঝে খাবার সামগ্রী তুলে দেন ফেনী জেলা আনসার ও ভিডিপি'র সহকারী জেলা কমান্ড্যান্ট আনোয়ার হোসেন সরকার,পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আকতার। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) রাবেয়া সুলতানা নাজমা, উপজেলা প্রশিক্ষক মোঃরফিকুল ইসলাম।
খাদ্য সামগ্রী বিতরণকালে সহকারী জেলা কমান্ড্যান্ট বলেন, পরশুরাম উপজেলা মতো করে এই ভাবে ফেনী জেলার ৬টি উপজেলার প্রতিটি উপজেলায় ৩শ’ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোট ১৮০০ শত দুস্থ সদস্যদের পরিবার প্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান ও ১টি করে মাস্ক বিতরণ করা হচ্ছে। এছাড়া জেলায় সচেতনতমূলক লিফলেট বিতরণ, প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, লকডাউন নিশ্চিতকরণ, বাজার মনিটরিং, ভিজিএফ ও টিসিবির খাদ্য বিতরণে সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে আনসার ও ভিডিপির সদস্যরা।
জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান ও পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।