মোঃ হাবিবুল ইসলাম রিয়াদ
করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলার ৫৫ তম দিনে উপজেলা পরিষদ অফিসে রবিবার (৩ মে) সাংবাদিকদের সাথে আলাপ কালে সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন উপজেলাবাসীর প্রতি দৃষ্টি রেখে বলেন, আমরা যদি সচেতন থাকতে পারি তাহলে পবিত্র ঈদুল ফিতরের আগেই আমরা করোনা কে জয় করতে পারবো ইনশা আল্লাহ। না হয় এটি আরো মহামারি আকার ধারণ করতে পারে।
প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত যা পেয়েছি তা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও সকল জন প্রতিনিধিদের মাধ্যমে সুষম বন্টন করতে সক্ষম হয়েছি। এছাড়া আমি কোন ফটোসেশন ছাড়া আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রায় বিভিন্ন শ্রেণি পেশার প্রায় সাড়ে ৪ হাজার লোকের মাঝে উপজেলা আ'লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সহযোগীতায় ঘরে ঘরে পৌছে দিয়েছি। এটি বর্তমানে বলবত আছে। যতদিন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আছে ততোদিন এটি অব্যাহত থাকবে। সোনাগাজী বাসীর প্রতি তিনি বলেন, যারা খাদ্য সংকটে ভুগছেন তারা আমার হোয়াটস অ্যাপ, মেসেঞ্জার অথবা আপনার নিকটস্থ কারো সাথে কথা বলার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করলে আপনার খাদ্য সামগ্রী আপনার ঘরে পৌছে দেয়া হবে।
কোরনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রথম থেকেই আমরা এ বিষয়ে খুব সোচ্চার রয়েছি। শুরুতেই ডাক্তারদের সুরক্ষার সার্থে পর্যাপ্ত পরিমান উপকরণ সামগ্রী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে হস্তান্তর করা হয়েছে। ডাক্তার ও নার্সের জন্য যে আবাসিক বরাদ্দ ছিল তা দীর্ঘ দিন বাসের অযোগ্যের হওয়ায় এ মহামারিতে সোনাগাজী বাসীর কথা চিন্তা করে ইতিমধ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে বরাদ্দকৃত অর্থে এটি সংস্কারের কাজ চলছে । যা দু একদিনের মধ্যে কাজ শেষ হবে। খুব দ্রুতই ডাক্তার ও নার্স তাদের নির্ধারিত আবাসিকেই থাকবে। অন্য আবাসিক বা ফেনী গিয়ে থাকতে হবে না। ডাকবাংলা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা আক্রান্ত রোগিদের জন্য আইসোলেশন ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষকদের উদ্দেশ্য করে বলেন, এ মহামারি কাটিয়ে উঠতে কৃষকদের ভূমিকা অপরিসীম। সরকার কৃষকদের প্রচুর প্রণোদনা দিচ্ছে। তাছাড়া সোনাগাজীতে ৪শ কৃষক কে উপজেলা পরিষদের পক্ষ থেকেও প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। যা ইতিমধ্যে তালিকা করা হয়েছে প্রায়।
তিনি সোনাগাজী উপজেলার সকল জন প্রতিনিধি দের কে এ মহামারিতে অক্লান্ত পরিশ্রমের জন্য সাংবাদিকদের মাধ্যমে বিশেষ ধন্যবাদ জানান। ধন্যবাদ জানায় সোনাগাজী উপজেলা ছাত্রলীগ কে। কেন্দ্রিয় কর্মসূচি হিসেবে অসহায় কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়ার জন্য।